Saturday, April 19, 2014

কাব্য তরী

প্রথম কি দ্বিতীয় বর্ষে পড়ার সময়
আথিনা ছাত্রাবাসে (মির্জাপুর,রাজশ
াহী) থাকতাম। আমার রুমের
সাথে লাগোয়া সুন্দর
একটি বারান্দা ছিল। নাম
দিয়েছিলাম ‘কাব্যতরী’।
সেখানে বসে বসে মানুষের
চলাফেরা দেখতাম আর টুকটাক
লিখতাম। পুরনো বই
ঘাঁটাঘাঁটি করতে গিয়ে ওখানে বসে লেখা নিচের
লাইনগুলো পেলাম-
নিভে যাওয়া প্রদীপটা নাও আজ
জ্বালিয়ে,
আলোক রশ্মিতে নাও সবকিছু
ঝালিয়ে,
রেখনাকো পিছুটান,
ভেবোনাতো কি ছিলে,
এক হও আমাদের স্বপ্নের মিছিলে।
আরও কিছু লাইনঃ
আয় ভাইয়েরা, আয়
বোনেরা,আয়রে তোরা আয়,
খুঁজেনে তোর মনের কথা মুক্ত
কবিতায়।
নতুন আমি দাঁড়িয়ে আছি হোঁচট
খাওয়ার ভয়ে
আপন করে নে না মোরে প্রথম
পরিচয়ে।

0 comments:

Post a Comment