Wednesday, September 17, 2014

এক থালা চাঁদ

ছোট নয়, নয় আজ বাঁকা সে ;
পূর্বের আকাশে -
ফুল হয়ে ফুটে আছে,
আভরণ পায়ে যেন লুটে আছে।
কী নেশা জড়ানো তার
সারা দেহে ;
এক থালা রূপ যেন বাড়া দেহে।
আকাশে আর কিছু নেই আজ
ছায়াপথে রানী শুধু সে -ই আজ।

0 comments:

Post a Comment