Sunday, December 11, 2016

খা না

থলথলে ভাবটা যাচ্ছে না কমানো
হাইব্রিড পেটটা হচ্ছে না সমানও
বাবা বলে,  এই বার দুই বেলা রুটি খা।
দুপুরে ভাতের সাথে বড় শসা দুটি খা।
মা বলে,  দিনে দিনে হচ্ছিস পাতলা,
বেশি বেশি ডিম খা, খা রুই - কাতলা
দুধ খা, সেই সাথে খা তার সরটাও
রোগহীন দেহ পাবি, আসবে না জ্বরটাও।
বউ বলে, খুব তো দিচ্ছিলে গল্প
আমি নাকি বেশি খাই, তুমি খাও অল্প!
দেখতেই পাচ্ছি না খাওয়ার নমুনা,
খেয়ে খেয়ে ফেটে যাও, আমি কিছু কমু না।
আপা বলে, থেকে থেকে এত কেন খাচ্ছিস?
দিনে দিনে জাপানিজ সুমো হয়ে যাচ্ছিস।
আমি শুধু বসে ভাবি খাব কি খাব না ;
জানি চান্স হলে মিস আর চান্স পাব না।
করতে পারি না তাই জিহ্বাককে বঞ্চিত
দেহে তাই নিয়মিত মেদ হয় সঞ্চিত।

0 comments:

Post a Comment