Thursday, November 8, 2018

বৈপরীত্য

দিনের আলোয় ঘটে যে
বোধের সালোকসংশ্লেষণ,
রাতের আঁধারে তা নেতিয়ে পড়ে
বিপরীত বোধের নীল দংশনে;
মসজিদ, মন্দিরে জন্ম নেয়া পবিত্রতা
সম্ভ্রম হারায় কালো টাকার ময়লা স্তুপে;
চড়া দামে বিক্রি হয় বিদেশী মানবতা;
দেশি শিশুরা এঁটো খেয়ে বাঁচে
ছাল-উঠে যাওয়া কুকুরের সাথে;
আর শহুরে আলোর উৎসবে নামে
জীবনানন্দের অদ্ভুত আঁধার।

0 comments:

Post a Comment