Sunday, September 20, 2020

হাটাকাব্য

আমি ভেবেছিনু জীবনটা পদ্য 
বাস্তবে সেটা দেখি গদ্য
চারপাশ খুবই দুর্বোধ্য 
তাই পাগল হয়েছি আমি সদ্য। 

আমি পথে পথে রাতদিন হাঁটি
আমি হাঁটি আর স্মৃতিগুলো ঘাঁটি 
আমি হেঁটে হেঁটে হয়ে যাই খাঁটি
আমি পাথরের বুকে কাদা-মাটি।

আমি মাটির সাথে থাকি মিশে
আমি সবুজে খুঁজে পাই দিশে
আমি বুঝি নাতো ভালো হয় কিসে
মধু নাকি গোখরার বিষে।

0 comments:

Post a Comment