Saturday, January 9, 2021

মাস্ক পরুন

করোনা থেকে সুরক্ষিত থাকার প্রচেষ্টা ছাড়াও অন্যান্য যে সব কারনে মাস্ক পরবেনঃ
১। ডাস্ট থেকে রক্ষা পেতে
২। রাস্তার পাশে ফেলা রাখা আবর্জনার দুর্গন্ধ শুকতে না চাইলে
৩। নিজের মুখের দুর্গন্ধ দ্বারা অন্যকে নাজেহাল করতে না চাইলে।
৪। দাঁতহীন, কম দাঁতের বা এলোমেলো দাঁতযুক্ত মুখের বিকট হাসি লুকাতে চাইলে।
৫। মেয়েদের ক্ষেত্রে বাইরে বের হওয়ার আগে মেকাপ করার সময় না পেলে।
৬। ছেলেদের কয়েকদিনের না কাটা দাড়ি গোফ লুকিয়ে অফিস করতে চাইলে।
৭। নিজের চেহারা লুকিয়ে কোথাও আড্ডা দিতে চাইলে।
৮। বিড়িসহ অন্যান্য খাওয়ার দাওয়াত প্রত্যাখ্যান করতে চাইলে।
৯। কিছু মেয়ে সারাদিন কিভাবে নেকাব
পরে কাটায় সেটি উপলব্ধি করতে চাইলে।
১০। যাদের সেলফিতে কোনদিনও মুখ, ঠোটের ভাব ভালো আসে না, তারা সেভাব লুকিয়ে সেল্ফি তুলতে চাইলে।

অতএব, দলে দলে মাস্ক পরুন।
(কিছু  বাদ গেলে কমেন্ট করুন।)

0 comments:

Post a Comment