Wednesday, May 26, 2021

উচ্চারণ নিয়ে

'ইংরেজি উচ্চারণের কাছাকাছি ' বিবেচনায় বাংলা বানান লেখার চেষ্টা আমার কাছে অর্থবহ মনে হচ্ছে না। আপনার লেখা শব্দগুলো বাংলা ভাষার সাথে দুধে-আমে মিশে গেছে। তাই বাংলা বানান রীতি অনুসরণ করা আমার কাছে সঠিক মনে হয়। উদাহরণস্বরূপ বলা যায়, ইংরেজি 'হসপিটল' বাংলায় হয়ে গেছে 'হাসপাতাল'। এখন বাংলা লেখায় এ শব্দটি ইংরেজি উচ্চারণ বা ইংরেজি উচ্চারণের কাছাকাছি কিছু লিখে প্রকাশ করলে তা ভালো লাগবে না। এরকম আরও অনেক ইংরেজি শব্দ আছে যা আমাদের অভ্যাসগত উচ্চারণের সাথে আত্তীকৃত হয়ে গেছে। সেগুলোকে আবার ইংরেজি উচ্চারণের কাছাকাছি নিয়ে যাওয়া মানে মিশে যাওয়া আম আর দুধকে জোর করে ল্যাবরেটরিতে পৃথক করার মত হবে। তাছাড়া ইংরেজি উচ্চারণের standard variety কোনটাকে ধরবেন? আসলে standard variety বলে পৃথিবীতে কিছুই নেই।যা আছে তা হল standard variety এর মিথ।

0 comments:

Post a Comment