Saturday, October 29, 2022

বিজ্ঞানী না নিয়ে আমি ঘরকে যাব না

খবরে প্রকাশ, বিজ্ঞপ্তি দিয়েও বাংলাদেশে বিজ্ঞানী পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞানী 
– আল বোরহান

এসপি,  ডিসি, প্রশাসকের সোনার বাংলাদেশে
জগদীশ আর সত্যেন বোসরা কোথায় গেল ভেসে?
ঢাবির কাছে জিজ্ঞাসিলাম, বিজ্ঞানী কি আছে?
বলল রেগে, "বিজ্ঞানী কি ধরবে মোদের গাছে?"
বললো কেঁদে জাবি, চবি, বুয়েট এবং রাবি,
"কোথায় পাব বিজ্ঞানী আজ নয়ন জলে ভাবি।"

খুঁজতে খুঁজতে চলে গেলাম দেশের মেডিকেলে,
"ডাক্তার কি বিজ্ঞানী হয়? - কোথায় এসব পেলে!"
ব্যর্থ হয়েও আশায় থাকি, দেখ না খুঁজে ভাই-
বিজ্ঞানী এক নিয়ে আমি ঘরকে যেতে চাই।

"কোথায় পাবো  বিজ্ঞানী আজ এত পদের ভীড়ে?
ঘরের ছেলে এবার তুমি যাওনা ঘরে ফিরে।
ইঞ্জিনিয়ার দিতে পারি, চিকিৎসকও পাবে,
চাইলে হাজার কর্মকর্তা তোমার ঘরে যাবে।"
এই বলিয়া ভাইটি আমার বিরক্ত হয় খুব;
বিসিএসের বই সাগরে তারপরে দেয় ডুব।
দিনের শেষে রাত্রি এলো, ফের বাড়ালাম পা,
বিজ্ঞানী না নিয়ে আমি  ঘরকে যাবো না।
(আল মাহমুদের 'নোলক' অবলম্বনে)

0 comments:

Post a Comment