Monday, November 2, 2020

কবির রূপ

লিখি আমি প্রেমের কবিতা-
তাই ভাব আমায় প্রেমিক।
যদি লিখি শ্রমের কবিতা,
ভাববে কি আমায় শ্রমিক?
এ যুগের কবি আমি ভাই,
আমি মানব মনের প্রতিনিধি। 
আমার লেখায় ফুটে উঠে
তোমাদের সব গতিবিধি। 

যে নারীর দেহ সৌরভে 
পুরুষের মনে জাগে কাম,
প্রবল নির্মোহে আমি
অমর করি তার নাম।

যে মেয়ের একরাশ চুলে
সমীরণ সরব থাকে,
লিখি যখন তাহারই কথা
প্রণয়িনী ভাবি যে তাকে।

যে শ্রমিক ঘামের দামে
জীবনের সুখ খুঁজে ফিরে,
লিখতে গিয়ে তাকে নিয়ে
ঢুকি তার মনের গভীরে।

যে মানুষ যৌবন শেষে
একাকি অতীতে করে বাস,
আমি যেন তার হয়ে ফেলি
জমে থাকা দীর্ঘশ্বাস। 

যে শিশুর উৎসুক চোখ
বিস্ময়ে হয় বড় বড়,
আমি তার সব মুগ্ধতা 
কবিতায় করে রাখি জড়ো।

আমার নিজস্বতা কি
লেখা পড়ে ভাবছ কি তাই?
আমি হই তোমাদেরই রূপ,
আমার নিজস্বতা নাই।

0 comments:

Post a Comment