Wednesday, March 3, 2021

পরশ্রীকাতরতা

পরশ্রীকাতরতা 

তোমাদের সম্পদে বাড়ে মোর লোভ;
বঞ্চিত হয়ে শুধু মনে জাগে ক্ষোভ।
তোমাদের রোশনিতে মুখ করি ভার, 
মনে হয় এই আমার আরও দরকার। 
গোপন এক আগুনে পুড়ে হই ছাই।
তুলনায় হেরে গিয়ে মনে ব্যথা পাই। 

এত কিছু একা একা কেন কর ভোগ?
এই আমার তরে কেন রাখ শুধু শোক?
সবটাই তোমাদের কেন পেতে হবে?
আমার তরে কেন এঁটো পড়ে রবে?
কি এমন যোগ্যতা আছে তোমাদের?
এত কেন সফল তা পাচ্ছি না টের। 

এভাবে তোমাদের নিয়ে ভাবি যত,
মনে মোর দেখা দেয় বড় বড় ক্ষত।
ডাক্তার -কবিরাজে রোগ নাহি সারে;
তোমাদের প্রাচুর্যে রোগ আরও বাড়ে।
পরশ্রীকাতরতা এ রোগের নাম।
আজীবন জ্বলে মরি বিধি হল বাম।

0 comments:

Post a Comment