Sunday, March 7, 2021

একটি ভাষণ

একটি ভাষণ-

একটি হাতের তর্জনীতে

অত্যাচারীর সকল আসন

উলটে গেল প্রবল ঝড়ে।

উলটে গেল সকল হিসাব

শেখ মুজিবের বজ্রস্বরে।

 

একটি ভাষণ-

একটি হাতের তর্জনীতে

ভীষণ ভয়ে উঠল কাঁপন

হানাদারের অসুর প্রাণে।

সেই ভাষণের জলোচ্ছ্বাসে

আজও মাতি পুণ্য স্নানে।

 

 

একটি ভাষণ-

একটি হাতের তর্জনীতে

হানাদারের ভয়াল শাসন

থমকে গেল হঠাৎ করে।

সেই ভাষণের শব্দে খুঁজি

প্রেরণা আজ নতুন ভোরে।

 

একটি ভাষণ-

একটি হাতের তর্জনীতে

বীর বাঙ্গালীর রক্তে নাচন

দেশপ্রেমের তীব্র নেশা।

সেই ভাষণের প্রতিটি স্বর

আজও মোদের রক্তে মেশা।

 

একটি ভাষণ-

একটি হাতের তর্জনীতে

কোটি প্রাণে আশার বাঁচন

তীব্র হল ভীষণ ভাবে।

ইতিহাসে কান পেতে রও,

তুমিও আশার হদিস পাবে।

 

একটি ভাষণ-

একটি হাতের তর্জনীতে

ধনী, গরিব চাষার বাঁধন

অটুট হল দেশের টানে।

বঙ্গবন্ধুর সোনার বাংলা

সেই ভাষণের আসল মানে। 

0 comments:

Post a Comment