তোমরা যারা সুসংবাদের লোভে বা দুঃসংবাদের ভয়ে ধর্মীয় কন্টেন্ট শেয়ার কর, তাদের মেসেজের জবাবঃআমি পাঠাবো না। দেখি কি খারাপ খবর আসে। ইসলাম এত সস্তা না। ইসলামের পাঁচটি মৌলিক বিষয় অমান্য করলে ইহকাল বা পরকালে বিপর্যয়গ্রস্ত হতে পারি। তাই বলে ফেসবুকের মত ভার্চুয়াল জগতে নির্দিষ্ট কিছু জিনিস প্রচার করলে সুখবর পাবো, না প্রচার করলে দুঃসংবাদ পাবো-এই প্রচারণার কোন ইসলামিক ভিত্তি নাই বলে আমি মনে করি। সারাদিন...