Saturday, January 9, 2021

 আজ রাতে সাধ হল

তারাদের সাথে
আমিও জেগে জেগে
ঘুমাবো প্রভাতে।

বিষাদেও রঙিন যে
থাকিবার পারে,
বিষাদ তাহার কাছে
বার বার হারে।

শহরের কংক্রিটে একটি গোলাপ
পারবে কি ছড়াতে সৌরভ তার?
নাকি প্রাণহীন কাঠামোর প্রান্তে পড়ে
নিভৃতে একাকী মেনে নেবে হার?

যে জন উল্লেখ ছাড়া কপি মারে বাণী

সে জনের দৈন্য দেখে চোখে আসে পানি। 

 আয় যদি নদী হয়, ব্যয় হচ্ছে সাগর। নদীর মত আয়ও ব্যয় নামক সাগরে মিলিত হয়ে অচিরেই নিজের অস্তিত্ব হারায়।

অভিনয়

 এই যে তুমি অযথা খুব

দেখিয়ে বেড়াও টাকার গরম,
অশ্লীল কাজ করার পরও
দেখিয়ে বেড়াও লজ্জা-শরম;
এই যে তুমি সেলফিতে খুব
প্রাণ খোলা এক হাসি দেখাও,
প্রিয় জনের বুকে হঠাৎ
ছবির পোজে মাথা ঠেকাও;
এই যে তুমি খুব দরদী,
গরীব লোকের অধিক আপন,
অসহায়ের কষ্টে তোমার
হৃদয় জুড়ে উঠে কাঁপন;
এই যে তোমার কপাল মাঝে
নামাজ পড়ার চিহ্ন কালো,
সকল কথার সারমর্ম -
লোকটা তুমি খুবই ভালো।
এই যে তুমি বিবৃতিতে
দুর্নীতি সব ঘায়েল কর,
টক শোতে তুমি একাই
দেশপ্রেমিক এক মস্ত বড়।
রাতে যখন ঘুমাতে যাও,
চোখ বুজার একটু আগে
ভেবে দেখ অভিনয়টা
নিজের কাছে কেমন লাগে।

অপূর্ণ থাকি

 তোমার অভাবে আমি অপূর্ণ থাকি, তিলের অভাবে যেভাবে অপূর্ণ থাকে প্রিয়দর্শিনীর মুখ।

শুক্রাণুর ফ্রাংকেনস্টাইন রূপ

মানুষ শুক্রাণুর
ফ্রাংকেনস্টাইন রূপ;
জন্মালে চিল্লায়
মরলে হয় চুপ।

যৌথ মনের পাতা

দীর্ঘতম রাতে দেখা নাতিদীর্ঘ স্বপ্ন
হাহাকারের বাদ্য বাজায় মনে?
আমায় তুমি বলতে পার কি বেদনা জমা
তোমার হিয়ার গভীরতম কোণে।
কান্না যখন হঠাৎ হঠাৎ এসে
ভাষা খুঁজে তোমার নয়ন জুড়ে,
আমিই হব তোমার হাতের রুমাল-
রাখ কেন তবে আমায় দূরে?
চাওয়া পাওয়ার টালি খাতা ফেলে
আস কিনি আজকে নতুন খাতা;
সেই খাতাতে ভরিয়ে ফেলি দু'জন
তোমার আমার যৌথ মনের পাতা।

খেপলা জালের ইতিকথা

 খেপলা জাল দিয়ে মাছ ধরা সহজ কাজ নয়। প্রথমে খেপলাটাকে তিনভাগে হাতে নিতে হয়। একভাগ ডান হাতের কনুই দিয়ে উঁচু করে ধরে রাখতে হয়। আরেকভাগ ধরতে হয় বামহাতের আঙুলে। আরেকভাগ ডান হাত এবং বাম হাতের মাঝে ঝুলে থাকে। ডানহাতের কবজিতে বাঁধা থাকে খেপলার দড়ি। এবার দুইহাত কয়েকবার আগ-পিছ করার মাধ্যমে গতি সঞ্চার করে জোরে ছেড়ে দিতে হয় খেপলাটি। বামহাতের অংশটি একটু ধরে রেখে দেরিতে ছাড়তে হয়। তাতে নিক্ষেপটি গোল হয়ে পড়ে। তারপর ডানহাতের কবজিতে বেঁধে রাখা দড়ি ধরে নিচু করে আস্তে আস্তে টেনে ডাঙায় তোলা হয় ক্ষেপলাটি। ঘালি (যেখানে মাছ জমে) থেকে মাছ ছাড়ানোও ঝামেলার কাজ। ঘালিতে মাছ ছাড়াও শ্যাওলা, বাঁশের কঞ্চি ইত্যাদি উঠে আসে। এগুলো সুতাতে পেচিয়ে যায়। ধৈর্য নিয়ে না ছাড়ালে অনেক সময় জালটি ছিঁড়ে যেতে পারে।

সম্পর্কের খেলা

তুমি চেয়েছ আমি যেন চাই
তোমাকে সকল বেলা;
আমি চেয়েছি একটু আড়াল,
মাঝে মাঝে অবহেলা;
আমি চেয়েছি ভাসাবো দূরে
বন্ধনহীন ভেলা;
তুমি চেয়েছ তোমার আকাশে
আমার ডানা মেলা।
চাওয়া-পাওয়ার এই ফারাকই
সম্পর্কের খেলা।

মাস্ক পরুন

করোনা থেকে সুরক্ষিত থাকার প্রচেষ্টা ছাড়াও অন্যান্য যে সব কারনে মাস্ক পরবেনঃ
১। ডাস্ট থেকে রক্ষা পেতে
২। রাস্তার পাশে ফেলা রাখা আবর্জনার দুর্গন্ধ শুকতে না চাইলে
৩। নিজের মুখের দুর্গন্ধ দ্বারা অন্যকে নাজেহাল করতে না চাইলে।
৪। দাঁতহীন, কম দাঁতের বা এলোমেলো দাঁতযুক্ত মুখের বিকট হাসি লুকাতে চাইলে।
৫। মেয়েদের ক্ষেত্রে বাইরে বের হওয়ার আগে মেকাপ করার সময় না পেলে।
৬। ছেলেদের কয়েকদিনের না কাটা দাড়ি গোফ লুকিয়ে অফিস করতে চাইলে।
৭। নিজের চেহারা লুকিয়ে কোথাও আড্ডা দিতে চাইলে।
৮। বিড়িসহ অন্যান্য খাওয়ার দাওয়াত প্রত্যাখ্যান করতে চাইলে।
৯। কিছু মেয়ে সারাদিন কিভাবে নেকাব
পরে কাটায় সেটি উপলব্ধি করতে চাইলে।
১০। যাদের সেলফিতে কোনদিনও মুখ, ঠোটের ভাব ভালো আসে না, তারা সেভাব লুকিয়ে সেল্ফি তুলতে চাইলে।

অতএব, দলে দলে মাস্ক পরুন।
(কিছু  বাদ গেলে কমেন্ট করুন।)