এক : এসো হে বৃষ্টি, এসো এসো
এসো হে বৃষ্টি, এসো এসো
চার -পাঁচ ঘন্টা ঝরে
লোকালয় থেকে সরে
পদ্মার জল হয়ে ভেসো।
দুই
'বিদায়' শব্দটা বেশি বড় নয়।
তবু এর ব্যাপকতা বিষন্ন করে মন,
মনের যে শাখায় বাস করে আবেগেরা
সেখানে তোলে আলোড়ন।
জানিনা কেন এমন হয়!
তিন
এই শেষ শেষ না, আরও শেষ আছে/শেষের যখন শুরু হবে আসবে আমার কাছে?
চার
আমার দিশা হারিয়ে গেছে অমানিশার কালোয়/হচ্ছেনা কাজ জমিয়ে রাখা বহুত দিনের আলোয়/কোথায় আমার...